মেডিটনিক বইগুলো আমার জন্য ছিল Blessing. ভর্তি পরীক্ষায় ও আমি সরাসরি কমন পেয়েছি। আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো এই প্লাটফর্ম এর প্রতি।
অসাধারন সার্ভিস। এই প্লাটফর্মে ভর্তি হওয়া আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল।
সেকেন্ড টাইমার কোর্স এ ছিলাম। শুরু থেকেই একজন সেকেন্ড টাইমার হিসেবে কিভাবে গুছিয়ে ইফেক্টিভলি পরতে হবে সুস্মিতা আপু গাইড করেছেন। দিনা আপু জাফরিন আপু সবসময় ইন্সপাইয়ার করেছেন, যেকোনো প্রব্লেম দেখালে সল্ভ করে দিয়েছেন। কোনো কিছুর ঘাটতি ছিল না। আমার ডাক্তার হওয়ার পেছনে আপনাদের অবদান কোনোদিন ভুলবো না।
সবগুল লাইভ ক্লাস ডাঃ সুস্মিতা এবং ডাঃ তৌফিক নিবেন। ক্লাসেই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারনজ্ঞান ও ইংরেজি ফুল সিলেবাস কমপ্লিট করানো হবে। এখানে ক্লাস করলে আর কোথাও ভর্তি হওয়ার প্রয়োজন নেই।
মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে প্রতিটা অধ্যায় এর উপর এক্সাম, সম্পূর্ণ সাবজেক্টভিত্তিক এক্সাম ও ফুল সিলেবাস এর উপর এক্সাম নেওয়া হবে। এক্সামগুলো অনলাইনে, তাই যেকোনো সময়, যতবার খুশি দেওয়া যাবে। ক্লাসের পাশাপাশি শুধুমাত্র এই এক্সামগুলো দিলে তমার টপ মেডিকেল এ চান্স পাওয়ার মত কনফিডেন্স চলে আসবে।
মুলবই+অতিরিক্ত লেখকের বই থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মত সবচেয়ে গুরুত্বপূর্ণ ২৫০০০ প্রশ্ন আছে এই বইগুলোতে। এই প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে তোমার ১০০% প্রস্তুতি কমপ্লিট হবে। দেড় লক্ষ পরীক্ষার্থীর মধ্যে শুধু আমাদের স্টুডেন্টরাই এত সংখ্যক প্রশ্ন প্রাকটিস করার সুযোগ পাবে।
মুল বই এবং অতিরিক্ত লেখকের বই দাগিয়ে দেওয়া হবে যাতে তোমার প্রস্তুতির ১% ও বাকি না থাকে।
বিগত ১০ বছরের মেডিকেল এডমিশনে মাত্র ৩০০ টি টপিক থেকে ৯০% এর বেশি প্রশ্ন এসেছে। এই এক্সক্লুসিভ ৩০০ টি টপিক এর সাজেশন দেওয়া হবে।
মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত ডাঃ সুস্মিতা এবং ডাঃ তৌফিক এর পার্সোনাল গাইডলাইন এর মাধ্যমে তোমার স্বপ্নের মেডিকেলে চান্স নিশ্চিত হবে।
১ সেপ্টেম্বর
মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত।
হ্যাঁ